মাহসিন আলম, শ্যামনগরঃ
শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের আগমন উপলক্ষে আয়োজিত সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় আনোয়ারা খাতুন মহিলা মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওললানা আজিজুর রহমান।
উপজেলা সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য প্রভাষক আব্দুল জলিল, জেলা ইউনিট সদস্য মাওলানা আব্দুল মজিদ প্রমুখ।
দারসুল কোরআন পাঠের মাধ্যমে শুরু হওয়া এ বৈঠকে উপজেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি, বিভাগীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সাতক্ষীরা জেলা জামায়াতের আহবানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতে ইসলামীর নিবন্ধন, প্রতীক ফিরায়ে দেওয়ার দাবীতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদানের আহবান জানানোর পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট ও সমসাময়িক বিভিন্ন দিক বিশ্লেষণ পূর্বক আলোচনা ও আগামী ২৩ ফেব্রুয়ারি শ্যামনগর নকিপুর এইচ সি পাইলট হাইস্কুল মাঠের বার্ষিক কর্মী সম্মেলন সফল করতে আহবান জানানো হয়।
এছাড়াও বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলদের বিভাগ ভিত্তিক সম্মেলন বাস্তবায়ন কমিটির সাথে জেলা নেতৃবৃন্দ মতবিনিময় ও পরামর্শ প্রদান করেন।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম