নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে শেখ জিন্নাত আলী (৫৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শ্যামনগর পৌরসভার চিংড়িখালীর গৌর প্রফেসরের বাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিন্নাত আলী শ্যামনগর পৌরসভার চিংড়িখালী গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে।
জিন্নাত আলীর ফুফাতো ভাই শরিফুল ইসলাম জানান,
জিন্নাত আলী ভ্যানে যাত্রী নিয়ে সোনার মোড় থেকে কালমেঘ এলাকায় যাচ্ছিলো। রাস্তার উপর ধান শুকানোর সময় ধানের পাটির নিচে আড়াআড়িভাবে কাঠ দেয়া ছিল। যেটা দূর থেকে বোঝার কোন উপায় ছিল না। ভ্যানের চাকা কাঠের উপরে উঠে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় একজন বলেন, রাস্তার উপর বিচুলি এবং ধান এমনভাবে শুকাতে দেয়া হয় যেন মনে হয় কারো বাড়ির উঠোন। এগুলো নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই। তিনি অবাধে রাস্তার উপর বিচুলি এবং ধান শুকানো থামাতে প্রসাশনের হস্থক্ষেপ কামনা করেন।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম