নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তক আহমেদের সাথে শ্যামনগর উপজেলার সরকারি কর্মকর্তা- কর্মচারী ও সুধীজনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৫ ই নভেম্বর) বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ডা. সজ্ঞীব দাসের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা -৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শ্যামনগর কালিগঞ্জ এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মুশফিক, শ্যামনগর উপজেলা বি এন পির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ , শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, বাংলাদেশ জামায়েত ইসলামী শ্যামনগর উপজেলার আমীর মাওলানা আব্দুর রহমান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, পদ্মপুকুর ইউ পি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, শ্যামনগর সদর ইউনিয়ন ( বর্তমান শ্যামনগর পৌরসভা) সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুর রহমান, মুন্সীগঞ্চ কলেজের অধ্যক্ষ মোস্তফা আব্দুল হামিদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, শ্যামনগরের আদি যমুনা খাল নাম মাত্র ভাবে খনন করা হয়েছে, যা আবারও ভরাট হওয়ার উপক্রম। খালটি পুনরায় সাতক্ষীরা প্রান শায়রের অনুরুপে খননের দাবি জানানো হয়। মাদক রোধে ব্যাবসায়ীদেরকে না ধরে সরবরাহ বন্ধের তাগিদ দেন বক্তারা। ৫ আগষ্ট সৈরাচার হাসিনার পতনের পর নতুন ভাবে ঘের, জমি, খাল দখল বন্ধের বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষন করেন।
বক্তারা আরোও বলেন, সাতক্ষীরা থেকে শ্যামনগরের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহন করা দরকার। সুন্দরবনে নতুনকরে দস্যুদের উৎপাত বেড়েছে বিষটি অতি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
এক ব্যাবসায়ী প্রতিনিধি বিগত সরকারের আমলে ইউনিয়ন পরিষদের অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে তদন্তের দাবি জানান।
এসময় শ্যামনগর উপজেলার ইমাম প্রতিনিধি, পুরাহিথ প্রতিনিধি, মুক্তি যোদ্ধা প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলার মতবিনিময় সভায় বিভিন্ন ব্যাক্তিগনের নিকট হতে উপজেলার বিভিন্ন সমস্যার বিষয় শোনেন সেটি জেলা প্রশাসক মহাদয় নোট নেন এবং সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।