নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগরের রমজাননগরে ২ সন্তানের মা মোছা: রুবিয়া (৩০) নামের এক গৃহ বধুকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় এ খবর পাওয়া যায়।
নিহত রুবিয়া মানিকখালী গ্রামের বছির সরদারের কন্যা।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, রমজাননগর গ্রামের ফজলু গাজীর ছেলে সাদ্দাম হোসেন (৩৫) পারিবারিক কোলাহের জের ধরে স্ত্রী রুবিয়াকে পিটিয়ে হত্যা করে। এরপর লাশ ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা দিয়ে চলে যায়।
এবিষয়ে শ্যামনগর থানায় অভিযোগ জানানো হলেও পর্যাপ্ত ফোর্স না থাকায় লাশ উদ্ধারের এখনও কোন ব্যাবস্থা হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকাবাসীর সহোযোগীতায় রুবিয়ার লাশটি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম