শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির গত সাত বছরের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির অফিসে অনুষ্ঠিত সভায় বর্তমান কমিটির সভাপতি ঠিকাদার জাবের হোসেন নতুন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। সভায় বিগত সাত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের পর, উপস্থিত ঠিকাদারদের মতামতের ভিত্তিতে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
হাত উত্তোলনের মাধ্যমে আহ্বায়ক নির্বাচিত হন ঠিকাদার অ্যাডভোকেট আশিক ইলাহী মুন্না। তাঁর সাথে চার সদস্য বিশিষ্ট কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হন ঠিকাদার মোহাম্মদ ইকরামুল কবির, আব্দুল কাদের, আলমগীর হোসেন ও ফারুক হোসেন।
আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর অ্যাডভোকেট আশিক ইলাহী মুন্না শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি ঠিকাদারদের সব ধরনের সুবিধা ও অসুবিধার দেখভাল করার আশ্বাস দেন এবং দ্রুত সংবিধান অনুযায়ী নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।
সভায় বক্তব্য রাখেন ঠিকাদার আবুল বাশার, একরামুল কবির, আব্দুল হামিদসহ অন্যান্যরা। ঠিকাদারদের মধ্যে থেকে জানা যায়, তিন বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও গত সাত বছর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নতুন আহ্বায়ক কমিটি গঠিত হওয়ায় ঠিকাদারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়, এবং সমিতি তার প্রাণ ফিরে পেয়েছে বলে তারা জানান।
অ্যাডভোকেট আশিক ইলাহী মুন্নার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম