শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০০ শত প্যাকেট অবৈধ ভারতীয় পাতার বিড়ি সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার, জনাব মোঃ হুমায়ূন করিব মোল্লা, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানার নেতৃত্বে শ্যামনগর থানার এসআই(নিঃ) চন্দন কুমার মন্ডল এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২০,০৩.২০২৫ খ্রিঃ ২১.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে “ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন বুড়িগোয়ালীনি ইউনিয়নের আবাদ চন্ডিপুর ওহাব মোল্ল্যার মোড়স্থ জনৈক মোহর উদ্দিন সরদারের মুদি দোকানের সামনে” হতে আসামী ১। মোঃ রুহুল কুদ্দুস সজীব(২৫),পিতা-মোঃ রমজান আলী, সাং-মমরেজপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা এর নিকট হতে ১৫০০ শত প্যাকেট আমদানি নিষিদ্ধ অবৈধ ভারতীয় পাতার বিড়ি উদ্ধারসহ শ্যামনগর থানার মামলা নং-২২,তারিখ-২১.০৩.২৫ খ্রিঃ ধারা- ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট ২৫-বি(২) এর একটি নিয়মিত মামলা রুজু হয়। উক্ত আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম