শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে জগলুল হায়দার আটক
শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে (শ্যামনগর থানাধীন ২নং কাশিমাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সভাপতি) ০১ (এক) জন আসামী গ্রেফতার।*_ শ্যামনগর থানার এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে শ্যামনগর থানার মামলা নং- ১৩/৭০, তাং-১৪/০৩/২০২৫ খ্রিঃ ধারা- 15(3)/25D The Special Powers Act, 1974; তৎসহ 3/4/6 The Explosive Substances Act, 1908 এর মামলায় আসামী ১। গাজী জগলুল হায়দার(৩৫), পিতা-গাজী আব্দুল হামিদ, মাতা-আকলিমা খাতুন, সাং-গোবিন্দপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা কে ২০.০৩.২০২৫ খ্রিঃ তারিখ গ্রেফতার করা হয়। উক্ত আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম