প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১২:৫৭ পি.এম
শ্যামনগর পৌরসভা আমীরের শপথ গ্রহন, মজলিশে শুরা নির্বাচন ও কর্মপরিষদ গঠন
শ্যামনগর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর পৌরসভা শাখার আয়োজনে পৌরসভা আমীরের শপথ গ্রহন, মজলিশে শুরা নির্বাচন ও কর্মপরিষদ গঠন করা হয়েছে।
২৬ ডিসেম্বর(বৃহস্পতিবার) নকিপুর সরকারি এইচ,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২০২৫-২০২৬ কার্যকালের শ্যামনগর পৌরসভা আমীরের শপথ গ্রহন, মজলিশে শুরা নির্বাচন ও কর্মপরিষদ গঠন করা হয়েছে। কর্মপরিষদের সদস্যরা হলেন- পৌরসভার আমীর- হারুন অর রশিদ(সাচ্ছু), নায়েবে আমীর- হাফেজ শহীদুল ইসলাম, সেক্রেটারী- জাহাঙ্গীর আলম, সহঃ সেক্রেটারী মাওঃ শফিকুল ইসলাম, হোসনে সাইফুল্লাহ,সদস্য- জি. এম ওয়াহিদুজ্জামান, মাগফুরুজ্জামান মুকুল, কামারুজ্জামান ও শেখ মাহবুবুর রহমান। মজলিশে শুরার সদস্যরা হলেন- হারুন অর রশিদ(সাচ্ছু),
জাহাঙ্গীর আলম, কামারুজ্জামান, হাফেজ শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, হোসনে সাইফুল্লাহ, মাগফুর জামান মুকুল, হাবিবুর রহমান, আবুজার গিফারী ও আসাদুজ্জামান আছাদ। শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান শপথ বাক্য পাঠ করান পৌরসভার আমীর- হারুন অর রশিদ(সাচ্ছু) কে এবং পৌরসভার আমীর- হারুন অর রশিদ(সাচ্ছু) মজলিশে শুরার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সাবেক আমীর প্রভাষক আব্দুল জলিল, সাবেক নায়েবে আমীর মাওলানা আব্দুল মজিদ, নায়েবে আমীর
মাওঃ মইনুদ্দীন মাহমুদ, অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারী মাওঃ গোলাম মোস্তফা,সহকারী সেক্রেটারী মাওঃ আমিনুর রহমান, মাস্টার রেজাউল ইসলাম, মাওঃ আব্দুল হামিদ, মহসিন আলম, সদস্য মোঃ মোসলেম উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন। পৌর সভার জামায়াতের রুকনগণ ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম