সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের হট্টগোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত মতবিনিময় সভাটি পন্ড হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ৪ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় প্রতিনিধি আকরাম হোসাইন রাজকে বক্তব্য প্রদানের আমন্ত্রণ জানালে গোলোযোগ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মুহূর্তেই গোটা সভাস্থল উত্তাল হয়ে ওঠে। খুলে ফেলা হয় সভার ব্যানার।
এসময় সাতক্ষীরা পৌর ছাত্রদলের নেতা আনারুল ইসলাম সান মঞ্চে উঠে মাইক নিয়ে কথা বলা শুরু করেন।
তিনি বলেন, সাতক্ষীরায় আন্দোল শুরু হওয়ার পর থেকে আমরা (ছাত্রদল) সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম, আমাদেরকে মাইনাস করে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। যেসব ভাইয়েরা ঢাকা থেকে এসেছেন, আপনারা আমাদের মধ্যে বৈষম্য সষ্টি করছেন। সাতক্ষীরা জেলায় কোন বৈষম্য চলবে না।
আজকের প্রোগ্রাম আমরা হতে দেবো না, অবিলম্বে আপনারা এই স্থান ছেড়ে চলে যান।
এসময় পুলিশ মঞ্চে অবস্থান নিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। অপরদিকে সাধারণ শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন।
পরে ছাত্ররা অডিটোরিয়াম ছেড়ে বাইরে চলে আসেন। এসময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা আলাদা আলাদা জায়গায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
তবে, এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
প্রসঙ্গত, এই মতবিনিময় সভায় বিভাগীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সাতক্ষীরার স্থানীয় বিশ্বজিৎ দত্ত (খুবি), মো. ওয়াহিদ উজ্জামান (ঢাবি), আকরাম হোসাইন রাজ (ঢাবি), আশরেফা খাতুন (ঢাবি), আবু বকর খান (জবি), ফারহানা ফারিনা (জাবি), মুইনুল ইসলাম (ঢাকা কলেজ), তৌহিদ ইসলাম শুভ (এন.ইউ.বি), মো. বাবু খান (ডি. আই. ইউ) ও জান্নাতের (বদরুন্নেসা কলেজ)।
একই সাথে সাতক্ষীরার স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মীর জাভেদ জিতু (জা.বি.), আশফাক উল সিমান্ত (ইউএপি), মো. মিকাইল ইসলাম চঞ্চল (ঢা.বি) ও মো. মাসুদুজ্জামানের (ঢা.বি)।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম