আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:
সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা স্যারের নেতৃত্বে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে ১০/১২/২০২৪ তারিখ রাত্র ২১.৪৫ ঘটিকায় এসআই(নিঃ)/ শেখ আহম্মদ কবির, এএসআই(নিঃ)/বিএম তৌহিদুজ্জামান, এএসআই(নিঃ)/মোল্লা শফিকুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় “সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন সাতহালিয়া সাকিনস্থ সাতহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর”হতে ১। মোঃ আব্বাজ আলী গাজী(২৫), পিতা-মোঃ আলাউদ্দীন গাজী, মাতা-মোছাঃ জাবেদা বেগম, সাং-বিজয় নগর, থানা- কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা এর হেফাজত হতে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ কালিগঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ- ১১/১২/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(খ)/৪১ এর একটি নিয়মিত মামলা রুজু হয়।