মাহমুদুল ফিরোজ বাবুলঃ
শ্যামনগরে বহুল আলোচিত কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: রেজাউল করিমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে থানা হেফাজতে নেয়া হয়। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলা নং ১৬।
এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার হাতে আটক হয়ে ছাত্রদের জেরার মুখে পড়েন। পরে তাকে শ্যামনগর থানা হেফাজতে দেয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র নেতারা জানান, রেজাউল ইসলাম বিগত সৈরাচার সরকারের আমলে বিভিন্ন মানুষের কাছ থেকে ছলচাতুরীর মাধ্যমে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। ৫ ই আগষ্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর সেও গা ঢাকা দেয়। পরিবর্তিতে কিছু বিপদগামী মানুষের উৎসাহে ফেসবুকে ঔদ্ধত্যমূলক পোস্ট শেয়ার করতে থাকেন। এতে সাধারন মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এবিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ শ্যামনগর বার্তাকে বলেন, কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিমকে প্রতারনা ও বিশ্বাস ভঙ্গের মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল, মোবাঃ +8801712-256830, ই-মেইল : mahmudulfiroz6830@gmail.com, অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম