কক্সবাজার: সেন্টমার্টিন থেকে টেকনাফের পথে নাফ নদীর নাইক্ষ্যদীয়া মোহনার ঘোলার চরে ফের যাত্রীবাহী ট্রলারে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণ করা হয়।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ট্রলারটির মালিক আব্দুর রশিদ বলে জানা গেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘ট্রলারে গুলি করার বিষয়টি শুনেছি।খোঁজখবর নেওয়া হচ্ছে’।
তবে মিয়ানমারের সামরিক বাহিনী নাকি বিদ্রোহী আরাকান আর্মি গুলি চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এর আগেও মিয়ানমারের দিকে থেকে দফায় দফায় টেকনাফ সেন্টমার্টিন রুটে চলাচলকারী নৌযানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ফলে অনেক দিন এই রুটে নৌযান চলাচল বন্ধ থাকে।
সম্পাদক : মাহমুদুল ফিরোজ বাবুল,
মোবাঃ +8801712-256830,
বার্তা সম্পাদক: ডি এম আব্দুল্লাহ আল মামুন,
মোবাইল: +8801727-965832
ই-মেইল :mahmudulfiroz6830@gmail.com,
অফিসঃ এফ এম মার্কেট(তয় তলা), শ্যামনগর, সাতক্ষীরা।
সর্বস্ত্ব সংরক্ষত © শ্যামনগর বার্তা ২০২৪ ॥ ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম