অনলাইন ডেস্কঃ
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করার পর টেস্টের ভাগ্য ব্যাটারদের ওপর নির্ভর করছে বলে জানিয়েছিলেন ১৪ মাস পর টেস্ট খেলার সুযোগ পাওয়া পেসার তাসকিন। সেই সঙ্গে ব্যাটারদের দায়িত্ব কাঁধে নেয়ার আহ্বানও করেছিলেন তিনি। পিন্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের শুরুতেই মুখ থুবড়ে পড়ল টাইগাররা। পাক বোলারদের তোপে পড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে শঙ্কা জেগেছে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার। এখন পর্যন্ত বাংলাদেশের সর্বনিম্ন ইনিংস ৪৩ রানের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৫৮ রান। লিটন দাস (১০) ও মেহেদি মিরাজ (১৮) রানে অপরাজিত আছেন।
আগের দিনের ১০ রানের সঙ্গে তৃতীয় দিনে ৪ রান যোগ করতেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মীর হামজার ওভারে আবরারকে ক্যাচ দিয়েছিলেন জাকির। কিন্তু থার্ড আম্পায়ারের কারণে বেঁচে যান তিনি। টিভি রিপ্লেতে দেখা যায় আবরার বল তালুবন্দি করার আগে তা মাটি স্পর্শ করে। জীবন পেয়েও সতর্ক হননি জাকির, আবারও সেই আবরারকেই ক্যাচ দেন। তবে এবার বোলার ছিলেন খুররাম শাহজাদ।