মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন নূরনগর ইউনিয়ন আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন জামায়াতে ইসলামীর রমজাননগর ইউনিয়ন আমিরের শপথ ও টিম গঠন শ্যামনগরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ৫ আগষ্টে শ্যামনগর থানা থেকে লুট হওয়া পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এ চাকরি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন   সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

শ্যামনগরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

রিপোটার এর নামঃ ১৬ ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ২:৩৫ অপরাহ্ন

শ্যামনগর প্রতিনিধিঃ

অপরাধীর কোন স্থান শ্যামনগরে হবে না। একইসাথে স্বচ্ছ ও পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করার ক্ষেত্রে পুলিশকে সহযোগিতার আহবান জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার নকিপুর এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে তিনি এই আহবান জানান।

সমাবেশে পুলিশ সুপার আরোও বলেন, নব অভ্যুদয়ের পর নুতনভাবে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। হাজারও ছাত্র- জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা কোনভাবে হাতছাড়া করা যাবে না। যেকোন মূল্যে বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণের এ যাত্রায় সকলকে সফল হতে হবে।
এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, কিছু ব্যক্তির অপেশাদার ব্যবহারের কারণে পুলিশের সুনাম ক্ষুন্ন হয়েছে। সবধরনের প্রভাবমুক্ত থেকে পুলিশকে কাজ করতে দেয়ারও আহবান জানান তিনি। এছাড়াও পুলিশ যেন বেপরোয়া আচারণ না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। একইসাথে তিনি শ্যামনগর থানা থেকে লুণ্ঠিত ও হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করে সাফল্য পেলে পুরস্কৃত করার কথাও জানান।

পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, এসময় তিনি মনোবল বৃদ্ধি করে পুলিশ বিভাগকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহায়তার বিষয়ে উপস্থিত সহস্রাধিক সাধারণ মানুষের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেন।

এর আগে সমাবেশস্থলে পৌঁছালে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান ফুল দিয়ে পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ ও জামায়াত আমির মাওলানা আব্দুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্তি পুলিশ সুপার সজীব খান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা আমিনুর রহমান, শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ হুমায়ন কবীর মোল্যা, বিএনপি নেতা সাবেক অধ্যাপক ও ঢাবির এফ রহমান হলের সাবেক ভিপি আবু সাঈদ, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম, প্রেসক্লাব সভাপতি প্রভাষক সামিউল মনির প্রমুখ।
সমাবেশে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম রাজনৈতিক পরিচয়ের আড়ালে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার দাবি জানান।

এদিকে, মঙ্গলবার বিকালে শ্যামনগর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন হুমায়ন কবীর মোল্যা। ডিএমপি থেকে তাকে শ্যামনগরে দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে বলেও সমাবেশে জানানো হয়।


এই বিভাগের আরো খবর