মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার: প্রায় দেড় যুগ পর মৌলভীবাজার জেলা জামায়াত কর্মী সম্মেলন করতে যাচ্ছে । এরই মধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
কর্মী সম্মেলন ঘিরে জামায়াতের সর্বস্তরের জনশক্তির মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সম্মেলন সফলে উপজেলা পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলছে দাওয়াতী কার্যক্রম।
আগামীকাল শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নিজ জেলা হওয়ায় ব্যাপক প্রচরাণা চলছে। সাধারণ মানুষেরও আগ্রহ জন্মেছে এই অনুষ্ঠান ঘিরে। সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে পোস্টার, লিফলেট, মাইকিং, প্রচার মিছিল, মিটিং, প্রচারপত্র, ব্যানার, ফেস্টুন, তোরণের পাশাপাশি ব্যাপক প্রচার-প্রচারণা সম্পন্ন করেছেন নেতাকর্মীরা।
মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী জানান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকল দশটা থেকে কর্মী সম্মেলন শুরু হবে।
স্বাধীনতা পরবর্তী প্রকাশ্যে জনসভায় সংগঠনের প্রধান আমীরে জামায়াতের উপস্থিতিতে জেলার প্রাণকেন্দ্রে কর্মী সম্মেলন এটাই প্রথম। সম্মেলনকে ঘিরে জনশক্তির পাশাপাশি সর্বস্তরের জনগণের মধ্যে উচ্ছাস ও উৎফুল্ল বিরাজ করছে।
তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, সভা সমাবেশ করতে পারছে। জামায়াতও সেই স্বাধীনতা ভোগ করছে। দীর্ঘ দেড়যুগ পর আমরা ঐতিহাসিক এই মাঠে কর্মী সম্মেলন করতে যাচ্ছি। সম্মেলন সফলে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবির। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে। হাজার নেতাকর্মীকে হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন করা হয়েছে। কিন্তু আমাদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র সফল হয়নি।
জামায়াত সেক্রেটারি কর্মী সম্মেলনে ৫০ হাজারের বেশী নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান । বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমীর ঢাকা মহানগর উত্তর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমীর সিলেট জেলা মাওলানা হাবিবুর রহমান। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী।