আব্দুল্লাহ আল মামুন : দেবহাটার কোঁড়া গ্রামে লাইলী খাতুন (৩৮) নামের এক গৃহবধূ নিখোঁজের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী একই গ্রামের মৃত মোহর আলীর ছেলে রফিকুল ইসলাম খোকা (৫৫) দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রফিকুল ইসলাম জানান, গত ৩ বছর পূর্বে একই গ্রামের আরশাদ আলীর মেয়ে লাইলী খাতুনের সাথে তার বিবাহ হয়। বিবাহের পর থেকে তারা শান্তিপূর্ন ভাবে সংসার পরিচালনা করে আসছিলেন। কিন্তু ২৭ আগস্ট সন্ধ্যায় তিনি বাড়িতে না থাকায় তার স্ত্রী লাইলী খাতুন কিছু না জানিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যান। পরে তিনি বাড়িতে এসে অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে শুক্রবার দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লাইলী খাতুনের মা হামিদা পারভীন জানান, আমার মেয়ের স্বামী তাকে মারপিট করতো। জামায়ের বাড়ি থেকে মেয়ে কাউকে কিছু না বলে জানি না কোথায় গেছে। আমরা মেয়ের সন্ধান পেতে বিভিন্ন আত্বীয় স্বজনের বাড়িতে যেয়ে যেয়ে খোঁজ খবর নিচ্ছি।