মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন নূরনগর ইউনিয়ন আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন জামায়াতে ইসলামীর রমজাননগর ইউনিয়ন আমিরের শপথ ও টিম গঠন শ্যামনগরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ৫ আগষ্টে শ্যামনগর থানা থেকে লুট হওয়া পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এ চাকরি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন   সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

কাটা হাত আর চাপাতি হাতে যুবকের ভিডিও ভাইরাল

রিপোটার এর নামঃ ৫০ ভিউ
আপডেটঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫১ অপরাহ্ন

অনলাইন ডেস্কঃ

কুমিল্লার দাউদকান্দিতে  মহিউদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার পর তার ডান হাত কেটে নিয়ে যাওয়ার রোমহর্ষক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দাউদকান্দি উপজেলার ওলানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিচ্ছিন্ন হাতের অংশ নিয়ে হেঁটে যাওয়া এক যুবকের ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, এক হাতে চাপাতি আরেক হাতে মহিউদ্দিনের কাটা হাতের অংশ ঘোরাতে ঘোরাতে ওই যুবক হেঁটে যাচ্ছে।

মহিউদ্দিন পেশায় রঙমিস্ত্রি ছিলেন। তিনি দাউদকান্দি উপজেলার ওলানপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এলাকায় পুলিশের সোর্স হিসেবেও পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওলানপাড়া আলম চেয়ারম্যানের বাড়ির সামনে মসজিদসংলগ্ন সড়কে দুর্বৃত্তরা মহিউদ্দিনকে কুপিয়ে তার ডান হাতের কনুইয়ের নিচ থেকে কেটে নিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি থানার ওসি শহীদুল্লাহ প্রধান বলেন, নিহত মহিউদ্দিনের বিরুদ্ধে ছয়টি মামলা ছিল। হত্যাকাণ্ডের পর কাটা হাত নিয়ে হাঁটা যুবকসহ আরও কয়েকজনের নাম জানতে পেরেছি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ছবিটি ভাইরাল হওয়ার পর ওই যুবক পুরোপুরি আত্মগোপনে চলে গেছে মোবাইল ফোন বন্ধ রেখে। যতক্ষণ মোবাইল নম্বর খোলা ছিল সেটুকু আমরা ট্র্যাকিং করেছি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ হত্যায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।


এই বিভাগের আরো খবর