সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন নূরনগর ইউনিয়ন আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন জামায়াতে ইসলামীর রমজাননগর ইউনিয়ন আমিরের শপথ ও টিম গঠন শ্যামনগরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ৫ আগষ্টে শ্যামনগর থানা থেকে লুট হওয়া পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এ চাকরি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন   সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

ভারত – বাংলদেশ সিরিজে থাকছেন তামিম ইকবাল

রিপোটার এর নামঃ ৫৫ ভিউ
আপডেটঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১৮ পূর্বাহ্ন

অনলাইন ডেস্কঃ

২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডেতে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ গজ মাতিয়েছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ২০২২ সালে অবসর নিলেও শেষ ম্যাচটি খেলেন ২০২০ সালে।
সম্প্রতি বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণ করেই তামিমকে আবারও ২২ গজে দেখার ইচ্ছা পোষণ করেছেন। তিনি বলেন, আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরও দুই-তিন বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরও দুই বছর ক্রিকেট খেলুক।

বার কয়েক তামিমকে বিসিবিতে দেখা গেলেও ২২ গজে ফেরা নিয়ে তার কোনো বক্তব্য আসেনি। কিংবা তিনি আসলে কি করতে চাচ্ছেন তাও জানাননি। তবে সম্প্রতি গুঞ্জন বিসিবিতে পরিচালক হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি। যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই বিষয়টি নিয়ে মুখ খোলেনি।
তবে এবার দলের সঙ্গে একই স্টেডিয়ামে দেখা যাবে তামিমকে। সাকিব-মুশফিকরা যখন ২২ গজ মাতাবেন তখন তামিম তাদের হয়ে কমেন্ট্রি বক্স মাতাবেন।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষে অনেকেই কোচিং কিংবা ধারাভাষ্যকার পেশায় জড়িয়ে যান। তেমনই ইচ্ছা দেখা গিয়েছে তামিমের মধ্যেও। ইতোমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাটার ধারাভাষ্যকার হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে সাবেক এ অধিনায়ককে মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিতে দেখা গেছে।
এবার আন্তর্জাতিক মঞ্চেও ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হচ্ছে এই ওপেনারের। ভারতের বিপক্ষে আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য কক্ষে থাকছেন তিনি। জানা গেছে, দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের ধারাভাষ্য দেবেন তামিম।
২০২২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিমের ধারাভাষ্যে অভিষেক ঘটে। তবে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম ধারাভাষ্য দেন গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে। সেবার মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তার বিশ্লেষণ দর্শকদের প্রশংসা কুড়ায়।

এবার, ভারত সিরিজে বাংলাদেশের হয়ে ধারাভাষ্যকার হিসেবে অভিজ্ঞ আতহার আলী খানের সঙ্গে থাকবেন তামিম। ভারতের পক্ষে থাকবেন হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত এবং মুরালি কার্তিক। এই সিরিজে ধারাভাষ্য দেয়ার মধ্যদিয়ে ভারত সিরিজে তার উপস্থিতি আরও এক ধাপ এগিয়ে যাবে।
তামিম ইকবাল বর্তমানে ফিটনেস ইস্যু এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কিছু জটিলতার কারণে বাংলাদেশ দলের বাইরে রয়েছেন। তবে তিনি মাঠের বাইরে থেকেও দেশের প্রতিনিধিত্ব করছেন ধারাভাষ্য কক্ষে।

প্রসঙ্গত, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল রোববার (১৫ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশ্যে রওনা দেবে, যেখানে তারা দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।


এই বিভাগের আরো খবর