মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন নূরনগর ইউনিয়ন আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন জামায়াতে ইসলামীর রমজাননগর ইউনিয়ন আমিরের শপথ ও টিম গঠন শ্যামনগরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ৫ আগষ্টে শ্যামনগর থানা থেকে লুট হওয়া পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এ চাকরি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন   সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

সাতক্ষীরায় ছাত্রদলের বাঁধার মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা পন্ড

রিপোটার এর নামঃ ৫৩ ভিউ
আপডেটঃ সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪৩ অপরাহ্ন

সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের হট্টগোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত মতবিনিময় সভাটি পন্ড হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ৪ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় প্রতিনিধি আকরাম হোসাইন রাজকে বক্তব্য প্রদানের আমন্ত্রণ জানালে গোলোযোগ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মুহূর্তেই গোটা সভাস্থল উত্তাল হয়ে ওঠে। খুলে ফেলা হয় সভার ব্যানার।

এসময় সাতক্ষীরা পৌর ছাত্রদলের নেতা আনারুল ইসলাম সান মঞ্চে উঠে মাইক নিয়ে কথা বলা শুরু করেন।
তিনি বলেন, সাতক্ষীরায় আন্দোল শুরু হওয়ার পর থেকে আমরা (ছাত্রদল) সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম, আমাদেরকে মাইনাস করে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। যেসব ভাইয়েরা ঢাকা থেকে এসেছেন, আপনারা আমাদের মধ্যে বৈষম্য সষ্টি করছেন। সাতক্ষীরা জেলায় কোন বৈষম্য চলবে না।
আজকের প্রোগ্রাম আমরা হতে দেবো না, অবিলম্বে আপনারা এই স্থান ছেড়ে চলে যান।

এসময় পুলিশ মঞ্চে অবস্থান নিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। অপরদিকে সাধারণ শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন।

পরে ছাত্ররা অডিটোরিয়াম ছেড়ে বাইরে চলে আসেন। এসময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা আলাদা আলাদা জায়গায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
তবে, এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

প্রসঙ্গত, এই মতবিনিময় সভায় বিভাগীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সাতক্ষীরার স্থানীয় বিশ্বজিৎ দত্ত (খুবি), মো. ওয়াহিদ উজ্জামান (ঢাবি), আকরাম হোসাইন রাজ (ঢাবি), আশরেফা খাতুন (ঢাবি), আবু বকর খান (জবি), ফারহানা ফারিনা (জাবি), মুইনুল ইসলাম (ঢাকা কলেজ), তৌহিদ ইসলাম শুভ (এন.ইউ.বি), মো. বাবু খান (ডি. আই. ইউ) ও জান্নাতের (বদরুন্নেসা কলেজ)।

একই সাথে সাতক্ষীরার স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মীর জাভেদ জিতু (জা.বি.), আশফাক উল সিমান্ত (ইউএপি), মো. মিকাইল ইসলাম চঞ্চল (ঢা.বি) ও মো. মাসুদুজ্জামানের (ঢা.বি)।


এই বিভাগের আরো খবর