বিশেষ প্রতিনিধিঃ
শ্যামনগরে সুন্দরবন ইসলামি মানবিক ফাউন্ডেশন এর উপদেষ্ঠা ও সদস্যদের মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সোনার মোড় মসজিদ মার্কেটের ৩য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন উন্মুল কুরাআন নূরানী মাদ্রাসার এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন ইসলামি মানবিক ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা আব্দুল হামিদ ফারুকী।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বেল্লাল হোসেন, ইউপি সদস্য মোঃ আজিবর রহমান, ইউপি সদস্য মোক্তার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নূরুল আমিন, শেখ গোলাম মোস্তফা, সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, রেদানাউল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম প্রমুখ।
এসময় অতিথিদের মাঝে নোয়াখালী, ফেনি ও খুলনা তে বন্যায় আক্রান্তদের মাঝে ত্রান বিতরনের জন্য সাধারণ মানুষের কাছ থেকে যে টাকা উত্তোলন করা হয় তার হিসাব দেয়া হয়। উত্তোলিত টাকার পরিমান ছিল ২ লক্ষ ৩১ হাজার ৫ শত ৮৭ টাকা, এবং ব্যায় এর পরিমান ২ লক্ষ ৭ হাজার ৩ শত ২১ টাকা।
এবিষয়ে বক্তারা বলেন, আমরা স্বচ্ছতা ও জবাব দিহিতার মধ্যেদিয়ে মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। আমাদের অসহায় মানুষের জন্য ফ্রী রক্তদান এর ব্যাবস্তা ও রয়েছে। তাদের এই স্বচ্ছতার কারনে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।