
শ্যামনগর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার উদ্যোগে শুক্রবার (২৪ জানুয়ারি) বিড়ালক্ষী মসজিদ মিলনায়তনে এক দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, অধ্যাপক মোসলেম উদ্দিন ও গাজী নজরুল ইসলাম।
প্রধান অতিথি শহিদুল ইসলাম মুকুল তার বক্তব্যে বলেন, “যদি আধুনিক বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্র গঠন না করা হয়, তবে সেই রাষ্ট্র তিন মাসও টিকে থাকতে পারবে না। বর্তমান সমাজ যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, আমাদেরও সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে সমাজ প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষা, আদর্শ এবং দক্ষ নেতৃত্বের সমন্বয় ছাড়া কোনো সমাজ উন্নত হতে পারে না। দায়িত্বশীলদের উচিত নিজেদের দক্ষতা বৃদ্ধি করে দেশের উন্নয়ন ও সমাজ সংস্কারে ভূমিকা রাখা।”
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ শিক্ষা শিবিরে শ্যামনগর থানার রুকনসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা শিবিরে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে আদর্শিক নেতৃত্বের প্রয়োজনীয়তা অপরিহার্য। তারা দায়িত্বশীলদের শৃঙ্খলা ও আদর্শিক মানসিকতা বৃদ্ধি করতে অনুপ্রাণিত করেন।
উপজেলা জামায়াতের আয়োজনে এই শিক্ষা শিবিরটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।