শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফ্রেব্রুয়ারি) বেলা ১২ টায় দৈনিক হৃদয় বার্তার শ্যামনগর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। দৈনিক হৃদয় বার্তার শ্যামনগর উপজেলা প্রতিনিধি শেখ মাহমুদুল ফিরোজ বাবুল এর সভাপতিত্বে এবং সঞ্চালনায় প্রধান অতিথি’র আসন অলংকৃত করেন এবং বক্তব্য প্রদান করেন দৈনিক হৃদয় বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক জি, এম, মোশাররফ হোসেন। তিনি বলেন, দৈনিক হৃদয় বার্তা গতানুগতিক ধারার পত্রিকা থেকে একটু আলাদা। দৈনিক হৃদয় বার্তা পত্রিকায় কোন দূর্নীতিবাজদের ঠাঁই নেই। আমরা সবাই এক পরিবার হয়ে সততার সাথে কাজ করবো। তিনি প্রতিনিধিদেরকে উদ্দেশ্য করে আরোও বলেন, আপনারা কেউ টাকা নিয়ে রিপোর্ট চেপে দিবেন না। সত্য এবং বস্তু নিষ্ঠ সংবাদ দৈনিক হৃদয় বার্তায় প্রকাশ হবে। এখানে কোন চাপ বা ভয় ভীতির কোন স্থান নেই। এক প্রতিনিধির প্রশ্নের জবাবে দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বলেন, কাজ করতে গিয়ে আমার কোন প্রতিনিধি সমস্যার সম্মুখীন হলে তা দেখার দায়িত্ব আমার। আপনারা নির্ভয়ে বস্তুনিষ্ঠ রিপোর্ট পাঠাবেন।
এসময় উপস্থিত ছিলেন, গাজী নূরুল আমিন, বসির উদ্দিন সাজু, মো: ফিরোজ হোসেন, আবু হাসান, মোঃ আবু ইসা, মোঃ ওমর ফারুক, মোঃ রাশিদুল ইসলাম, স.ম. মমতাজুল হক তাজ, মোঃ মিকাইল হোসেন প্রমুখ।
এর আগে প্রধান অতিথি দৈনিক হৃদয় বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক জি, এম, মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিনিধিরা সুন্দর পরিবেশে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।