বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেতু মল্লিকের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাত দল বসত ঘরের পেছনের টিন কেটে ঘরে প্রবেশ করে সবার হাত পা বেঁধে ঘরে থাকা সোনার গহনা, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় ওই বিএনপি নেতা মো. সেতু মল্লিক তার পরিবার-পরিজন নিয়ে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক আড়াইটার দিকে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসত ঘরের পেছনের টিন কেটে ঘরে প্রবেশ করে। ওই সময় ঘরে থাকা সবাইকে দেশীয় অস্ত্রেও ভয় দেখিয়ে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। ঘরের আলমিরা ও ট্রাংকে থাকা প্রায় ৫ ভরি সোনার গহনা, নগদ ২ লাখ টাকা, মুঠোফোন ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতরা চলে গেলে সেতুর ডাক চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে দেয়।
সংবাদ পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো. সেতু মল্লিক বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসত ঘরের পেছনের টিন কেটে ঘরে প্রবেশ করে। ওই সময় আমাদের সকলকে রশি দিয়ে বেঁধে রেখে ৫ ভরি সোনার গহনা, নগদ ২ লাখ টাকা, মুঠোফোন ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির সেরনিয়াবাদ বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।