সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন নূরনগর ইউনিয়ন আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন জামায়াতে ইসলামীর রমজাননগর ইউনিয়ন আমিরের শপথ ও টিম গঠন শ্যামনগরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ৫ আগষ্টে শ্যামনগর থানা থেকে লুট হওয়া পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এ চাকরি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন   সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

বাবরকে বাদ দেওয়া নিয়ে ফখরের প্রশ্ন, অসন্তুষ্ট পিসিবি

রিপোটার এর নামঃ ৩১ ভিউ
আপডেটঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৪:৩০ পূর্বাহ্ন

 

খেলার বার্তা::
বাবর আজম পাকিস্তান দল থেকে বাদ পড়বেন, খবরটা শুনে হজম করতে পারেননি ফখর জামান। বাবরকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রতিবাদ’ জানিয়েছিলেন এই ক্রিকেটার। ভারতের বিরাট কোহলিকে টেনে এনে তুলেছিলেন প্রশ্ন। তবে ফখরের প্রশ্ন তোলাটা ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে ৪ জনকে বাদ দিয়েছে নতুনভাবে গঠন করা নির্বাচক কমিটি। বাবরের সঙ্গে বাদ পড়াদের দলে আছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও সরফরাজ আহমেদ। পিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে।

টানা ১৮ টেস্ট ইনিংসে ফিফটি না পাওয়া বাবর ও অন্যদের বাদ দিয়ে পাকিস্তান দল ঘোষণা করা হয় রোববার বিকেলে। এর আগেই খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে চলে আসে। ফখর তখন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘বাবর আজমকে বাদ দেওয়া হচ্ছে বলে শুনছি, এটা উদ্বেগজনক। ভারত তো বিরাট কোহলিকে ২০২০ থেকে ২০২৩ সালের খারাপ সময়ের জন্য বেঞ্চে বসায়নি। ওই সময় কোহলির গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০। আমরা যদি দলের প্রধান ব্যাটসম্যানকে বসিয়ে রাখার চিন্তা করি, যে কি না তর্কযোগ্যভাবে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান, এটা দলের মধ্যে গভীর নেতিবাচক বার্তা দেয়। এখনো প্যানিক বাটনে চাপ দেওয়াটা এড়ানোর সময় আছে। প্রধান খেলোয়াড়দের অবমূল্যায়ন না করে তাদের রক্ষায় মনোযোগ দিতে হবে আমাদের।’

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ফখরের প্রকাশ্য মন্তব্যে অসন্তুষ্ট হয়েছে পিসিবি। বিশেষ করে তাঁর বলার ধরনে। সূত্র জানায়, নতুন নির্বাচক আজহার আলী বাবরের কাছে তাঁকে বিশ্রাম দেওয়া নিয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন, ‘আজহার পরিষ্কার করেই বাবরকে বলেছে, সে পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় ভালোমতোই আছে।’


এই বিভাগের আরো খবর