মাহমুদুল ফিরোজ বাবুল, শ্যামনগরঃ
সারা বাংলাদেশে আজ এক যোগে প্রকাশিত হয়েছে এইসএসসি ২০২৪ সালের ফলাফল। শ্যামনগরে এইসএসসি তে ২৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭৩৫ জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৭৩.৭৫ ভাগ। এর মধ্যে ১৫৩ জন জিপিএ-৫পেয়েছে। যা শতকরা হিসাবে ৬.৫ ভাগ।
কলেজ গুলোর মধ্য থেকে ১৬৭৯ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০৭৮ জন। শতকরা হিসাবে পাশের হার ৬৪.৯ ভাগ। জিপিএ -৫ পেয়েছে ৬৮ জন শিক্ষার্থী।
এর মধ্যে সরকারি মহসিন ডিগ্রি কলেজের পরীক্ষার্থী ছিল ৫৮১ জন এর মধ্যে পাশ করেছে ৪৮০ জন। শতকরা হিসাবে ৭৯.৫ ভাগ। জিপিএ -৫ পেয়েছে ৫০ জন শিক্ষার্থী যা উপজেলার মধ্যে সবচেয়ে বেশি।
পাশের হারে সবচেয়ে খারাপ করেছে নবাগত ফজলুল হক এমসি কলেজ। এখানে পাশের হার শতকরা ১৯.৩ ভাগ।
অন্যদিকে মার্দাসা শিক্ষা বোর্ডের অধিনে অংশ নেয়া আলিম পরিক্ষীর সংখ্যা ছিল ৪৬৪ জন এর মধ্যে পাশ করেছে ৪৪৬ জন শিক্ষার্থী। যা শতকরা হিসাবে ৯৬.২ ভাগ। জিপিএ -৫ পেয়েছে ৮৫ জন শিক্ষার্থী।
এর মধ্যে শত ভাগ পাশ করেছে কাশিমাড়ী আদর্শ মহিলা মাদ্রাসা এবং ২৫ টি জিপিএ -৫ পেয়ে প্রথম হয়েছে জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসা।
কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে পরিক্ষা দেয় ২১০ জন এর মধ্যে পাশ করেছে ২০০ জন শিক্ষার্থী। শতকরা হিসাবে পাশের হার ৯৫.৩ ভাগ। কোন জিপিএ -৫ নেই।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে যশোর শিক্ষাবোর্ড থেকে ফলাফল প্রকাশ হয়। এ বছর যশোর বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ২৯ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। গতবছরের তুলনায় তুলনায় জিপিএ -৫ বাড়লেও কমেছে পাশের হার।
শ্যামনগর উপজেলা একাডেমি শিক্ষা অফিসার মিনা হাবিবুর রহমান বলেন, কলেজ গুলোর চেয়ে মাদ্রাসার ফলাফল ভাল হয়েছে। যদিও এটি আংশিক ফলাফল। স্বাধীন বাংলাদেশে কোয়ালিটি শিক্ষা দানের ব্যাপারে উপজেলার সকল শিক্ষক মণ্ডলীর প্রতি তিনি আহবান জানিয়েছেন।