বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন নূরনগর ইউনিয়ন আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন জামায়াতে ইসলামীর রমজাননগর ইউনিয়ন আমিরের শপথ ও টিম গঠন শ্যামনগরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ৫ আগষ্টে শ্যামনগর থানা থেকে লুট হওয়া পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে ক্যারিয়ার ক্যাম্প জব কোচিং-এ চাকরি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শনিবার মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন   সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর

পাটকেলঘাটায় লোকনাথ নাসিং হোমে ভূল চিকিৎসায় ২ প্রসুতির মৃত্যু

রিপোটার এর নামঃ ২৬ ভিউ
আপডেটঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৯:৫২ পূর্বাহ্ন

তালা প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় লোকনাথ নাসিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভূল চিকিৎসায় দুজন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এদিকে হত্যাকান্ডের ঘটনাটি ধামা চাপা দিয়ে রাতেই ভুক্তভোগীর দুই পরিবারকে ৪লক্ষ টাকার বিনিময়ে ম্যানেজ করেছে পুলক পাল বলে এলাকায় গুজ্ঞন শোনা যাচ্ছে।এছাড়া ক্লিনিকে চিকিৎসা সেবা চালু রাখতে সকাল থেকে  দশ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন মহলে দৌঁড় ঝাপ করতে দেখা গেছে। শুক্রবার রাতে পাটকেলঘাটার লোক নাথ নাসিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনাটি ঘটে। মারা যাওয়া প্রসূতিরা হলেন, খলিশখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের  আব্দুস সালামের স্ত্রী আম্বিয়া খাতুন এবং গনেশপুর গ্রামের ফয়সাল হোসেনের স্ত্রী তাসলিমা বেগম।

সরোজমিনে গেলে ভুক্তভোগীর স্বামী গনেশপুর গ্রামের ফয়সাল হোসেন জানান, দুপুরে তার স্ত্রীকে ক্লিনিতে ভর্তি করা হয়।পরে রাতে তার স্ত্রীর  অবস্তার অবনতি হলে  সাতক্ষীরার হার্ডফাউন্ডেশানে  নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু হয়।

এদিকে আরেক ভুক্তভোগীর স্বামী

এনায়েতপুর গ্রামের আব্দুল ছালাম জানান, তার স্ত্রীর প্রসব বেদনা উঠলে শুক্রবার সকালে পাটকেলঘাটার লোকনাথ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।ওখানে ক্লিনিক কর্তৃপক্ষের মাধ্যমে সিজার করা হয়। রাত ১০টার দিকে স্ত্রীর অবস্তার অবনতি হলে তাকে সাতক্ষীরা

হার্ডফাউন্ডেশানে নিয়ে গেলে সেখাতে চিকিৎসাধীন অবস্তায় স্ত্রীর মৃত্যু হয়।তবে ময়নাতদন্তের ছাড়া স্ত্রীর দাফনের ব্যাপারে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।

নাম না জানানোর শর্তে ওই ক্লিনিকে সাবেক এক কর্মচারী জানান, পুলক পাল বিভিন্ন এলাকায় গিয়ে চটকদার বিজ্ঞাপন দেখিয়ে কম টাকা চিকিৎসা করা বলে তার ক্লিনিকে রোগী ভর্তি করার।পরে অপচিকিৎসার নামে হাতিয়ে নেন হাজার হাজার টাকা। এ ছাড়া তার ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের অধিকাংশ করেন ওই ক্লিনিকে কিংকর নামে এক কর্মকর্তা। পরে অবস্তা বেগতিক হলে মৃত্যুর দায় এড়াতে তাদের পাঠানো হয় শহরের নামি দামী হাসপাতালে ।তার অপচিকিৎসার স্বীকার হয়ে ইতিমধ্য প্রসূতি মা শিশু  সহ  প্রায় ডজন খানেক মানুষের প্রানহানী ঘটেছে। কিন্তু সুচতুর পুলক সকল হত্যাকান্ডের ঘটনাগুলো মেটা অংকের অর্থের বিনিময়ে  ম্যানেজ করে আসছেনন দীর্ঘদিন যাবত।

অভিযোগ অস্বীকার করে লোকনাথ নাসিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক পুলক পাল জানান,বিষয়টি নিয়ে পরে কথা হবে। পরবর্তীতে একাধিক  তারমুঠো ফোনে ফোন দিলে সংযোগটি  বন্ধ পাওয়া যায়। তবে ওই ক্লিনিকে এক কর্মচারী জানান, ডাক্তার শাহরিয়ার  কবির ইমন

এবং বরকত সিজার   করেছেন। পরে রোগীর অবস্তার অবনতি হলে তাদের আত্মীয়দের জানিয়ে হার্ডফাউন্ডেশানে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।

সাতক্ষীরা সিভিল সার্জন  ডা. মোহাম্মদ  আব্দুল সালাম জানান, ঘটনাস্থলে তদন্ত করার জন্য  তালা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি ঘটনার সত্যতা পেয়েছেন।  দুই এক দিনের মধ্যে ওই ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর