আব্দুল্লাহ আল মামুন : ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলার পারুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় পারুলিয়ার কোমরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোমরপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোঃ তাসাদ্দেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মোঃ ইকবাল হোসেন, আব্দুল আজিজ, আবু আলম, মফিজুল ইসলাম।
উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে হাত ধোয়ার সঠিক নিয়ম, উপকারিতা সহ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসি ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পাল। এসময় পারুলিয়া ইউনিয়ন ফ্যাসেলিটেটর রাজেশ ঘোষ, নারী উদ্যোক্তা নাসিমা আক্তার চায়না, সুশীল সমাজের প্রতিনিধি শাহিনুর ইসলাম ও নাঈম ইসলাম সহ কোমরপুর দাখিল মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।